আশিস কুমারের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ০৯ই মে, ২০১৮

আশিস কুমার হিন্দী ও বাংলা সিনেমা জগতে অতিপরিচিত একটি নাম। তিনি মূলত হিন্দু পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত বহু সিনেমা পরিচালনা করেছেন এবং তাতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সর্বাপেক্ষা বিখ্যাত সিনেমা গুলি হল ‘রাজা হরিশ্চন্দ্র’ (১৯৭৯), ‘জয় সন্তোষী মা’ (১৯৭৫) এবং ‘জয় দ্বারকাধীশ’ (১৯৭৭)। তিনি বহু সিনেমায় ভগবান শিব ও ভগবান বিষ্ণুর ভূমিকায় অভিনয় করেছেন।

চলচ্চিত্র জীবন

আশিস কুমারের অভিনয় জীবনের সূত্রপাত হয় বাংলা সিনেমা দিয়ে। পরে তিনি হিন্দী সিনেমা জগতে পদার্পণ করেন। মূলত, হিন্দু পৌরাণিক বিষয়ের সিনেমাই তিনি করেছেন।

ষাট এবং সত্তরের দশকে তাঁর অভিনয় জীবন সাফল্যের চূড়ায় পৌঁছয়। এই সময়টাকে তাঁর কর্মজীবনে স্বর্নযুগ বলেছেন কেউ কেউ। এই সময়,তাঁর পরিচালিত এবং অভিনীত ‘জয় সন্তোষী মা’ সিনেমাটি বক্স অফিসে অসাধারণ অভাবনীয় সাফল্য পায়। এবং দেশে এক নতুন জোয়ার আনে।

পারিবারিক জীবন

আশিস কুমার বহু ফিল্মে তাঁর সহ অভিনেত্রী বেলা বোসকে বিবাহ করেন। তাঁদের দুই সন্তান। এক পুত্র ও এক কন্যা।

অভিনেতা আশিস কুমারের অভিনীত সিনেমাগুলি হল

"১৯৫৪ বলয়গ্রাস"
"১৯৫৬ আশা-অরূপ মুখার্জী"
"১৯৫৭ সোনার কাঠি"
"১৯৬৩ ফুল বনে অঙ্গারে"
"১৯৬৫ ভরত মিলাপ-রাজকুমার ভরত"
"১৯৬৫ বহু বেটি"
"১৯৬৬ বিবি অউর মকান-শেখর"
"১৯৬৮ বলরাম শ্রী কৃষ্ণ"
"১৯৬৯ সূর্য দেবতা"
"১৯৭১ সম্পূর্ণ দেবী দর্শণ"
"১৯৭২ মহা শিবরাত্রি"
"১৯৭২ নাগপঞ্চমী-রাজকুমার লক্ষমেন্দ্র"
"১৯৭৩ সীতারাম রাধেশ্যাম"
"১৯৭৪ হনুমান বিজয়-শ্রী রাম"
"১৯৭৫ ছয় সন্তোষী মা-বিরাজরাম / বরজ"
"১৯৭৫ ডাকু অউর ভগবান"
"১৯৭৬ ভগবান সমায়ে সংসার মে-একনাথ"
"১৯৭৬ মীরা শ্যাম"
"১৯৭৬ জয় মহালক্ষ্মী মা"
"১৯৭৭ ষোলা শুক্রবার-হীরা / মুন্না"
"১৯৭৭ জয় অম্বে মা"
"১৯৭৭ জয় দ্বারকাধীশ-ভগবান বিষ্ণু"
"১৯৭৭ গায়ত্রী মহিমা"
"১৯৭৮ করওয়া চৌথ-আনন্দ"
"১৯৭৮ গঙ্গা সাগর"
"১৯৭৯ রাজা হরিশ্চন্দ্র-রাজা হরিশ্চন্দ্র"
"১৯৭৯ হর হর গঙ্গা-শিব শঙ্কর"
"১৯৮০ বদ্রীনাথ ধাম"
"১৯৮৩ শিবরাত্রি"
"১৯৮৩ সন্ত রবিদাস কি অমর কহানী"


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography