ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৪ ডিসেম্বর, ২০১৯

ভানু বন্দ্যোপাধ্যায়

ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন ভানু বন্দোপাধ্যায়।তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত হাস্যকৌতুক অভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় হয়েছিলেন। তিনি তার অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন মানুষের মনের মাঝে।  

ছোটোবেলা

ভানু বন্দ্যোপাধ্যায় ১৯২০ সালে ২৭ শে আগস্ট মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহন করেছিলেন। তাঁর পিতার নাম জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও মাতা সুনীতি বন্দ্যোপাধ্যায়। তিনি ঢাকা জেলার সেন্ট গ্রেগরি’স হাই স্কুল ও জগন্নাথ কলেজ থেকে নিজের লেখাপড়া শেষ করেন। এরপর ১৯৪১ সালে কলকাতায় আসেন এবং আয়রন এন্ড স্টীল কোম্পানি নামে একটি সরকারি সংস্থায় নিযুক্ত হন।

ব্যক্তিগত জীবন

১৯৪৬ সালে ভানু বন্দ্যোপাধ্যায় নিলীমা মুখোপাধ্যায়কে বিবাহ করেন। তাঁর তিন সন্তান গৌতম বন্দ্যোপাধ্যায়, বাসবিঘটক বন্দ্যোপাধ্যায় ও পিনাকী বন্দ্যোপাধ্যায়।

Bhanu Bondyopadhyay

চলচ্চিত্র জীবন

১৯৪৭ সালে ‘জাগরন’ সিনেমায় ভানু বন্দ্যপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে। ওই একই বছরে ‘অভি্যোগ’ নামে অপর একটি সিনেমায় তিনি অভিনয় করেন। এরপর ‘মন্ত্রমুগ্ধ’, ‘বর‍যাত্রী’, ‘পাশের বাড়ী’, ‘সাড়ে চুয়াত্তর’ প্রভৃতির মত কালজয়ী একেকটি ছবিতে তিনি অসাধারন অভিনয় করেন। ১৯৫৮ সালেও তিনি বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন তবে সেগুলির মধ্যে ‘ভানু পেল লটারি’ এবং ‘যমালয়ে জীবন্ত মানুষ’ তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এরপর “পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট” ছবিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন। ১৯৬৭ সালে “মিস প্রিয়ংবদা” ছবিটিতে তিনি মহিলা
সেজে অভিনয় করেছিলেন এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। তার আরেকটি জনপ্রিয় ছবি “ভানু গোয়েন্দা জহর আসিস্ট্যান্ট” ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। ভানুর শেষ ছবি ছিল “শোরগোল”। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে।

অভিনীত চলচ্চিত্রসমূহ

জাগরণ, অভি্যোগ, সর্বহারা, মন্ত্রমুগ্ধ, পাশের বাড়ি, আলাদিন ও আশ্চর্‍্য প্রদীপ, বিন্দুর ছেলে, দরপচুর্ন,মহারাজা নন্দকুমার, বউঠাকুরানীর হাট, ওরা থাকে ওখানে, দস্যু মহান, সাঁঝের প্রদীপ, একটি রাত, ভানু পেল লটারি, ছায়াসূর্‍্য, দুই বারি, কাল তুমি আলেয়া, গল্প হলেও সত্যি, আশিতে আসিও না, পথে হল দেরী, মিস প্রিয়ংবদা, সাগিনা মাহাতো, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বন্দি, দেবদাস প্রভৃতি।

মৃত্যু

ভানু বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ৪ঠা মার্চ পরলোকগমন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।           


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography