দেবের (দীপক অধিকারী) জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৪ই সেপ্টেম্বর, ২০১৯

দেব

ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হল দেব। তিনি আজ আট থেকে আশি সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকুশলতা  দিয়ে। বিশেষত তার পুরুষ  ফ্যান দের থেকে মহিলা ফ্যান এর সংখ্যাই বেশি।

ছোটোবেলা

যদিও দেব নামেই তিনি আমাদের কাছে বেশী পরিচিত, তবে তাঁর আসল নাম দীপক অধিকারী। তিনি ২৫শে ডিসেম্বর ১৯৮২ সালে মহেশখালি নামে কেশপুরের এক গ্রামে  জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের বোনের নাম দীপালী। দেব নিজের ছোটোবেলার বেশীরভাগ সময়ই কাটিয়েছেন চন্দ্রকোনায়। তিনি বান্দ্রার পুরস্তম হাই স্কুল থেকে পড়াশোনা করেন ও পরে পুনের বিদ্যাপীঠ  বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।

Dev

রাজনৈতিক জীবন

দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই ১ লক্ষ ১৬ হাজার ৮৬০ টি ভোট লাভ করেন। নির্বাচনে অংশ নেয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

চলচিত্র জীবন

পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন। তাঁর প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস –মুস্তানের তারজান দ্য ওয়ান্ডার কার এর সেটে। এরপর দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমী হতে অভিনয়ের কোর্স করেন। ২০০৬ সালে দেব প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জীর বিপরীতে অভিনয় করেন। তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি। এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন। তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমার জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ী দেন। সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের থেকে নাচ ও ফাইটিং এর তালিম নেন।এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলীর সাথে জুটি বেঁধে কামব্যাক করেন। এই ছবিটি তাঁকে এতটাই সাফল্য দিয়েছিল যে, এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর সেদিন দেখা হয়েছিল, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ২, রোমিও, বুনো হাঁস, পাগলু২, লে ছক্কা, চাঁদের পাহাড়, আরশীনগর, জুলফিকার, আমাজন অভিজান, কবির, চ্যাম্প, রংবাজ, যোদ্ধা দ্য ওয়ারিয়র প্রভৃতি সিনেমায় অভিনয় করেন।

দূরদর্শন

দেব বিভিন্ন সিনেমার পাশাপাশি দুরদর্শনেও কিছু কাজ করেছেন। ২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দা টিভির একটি ধারাবাহিক সবিনয় নিবেদন –এ অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০১০ ও ২০১১তে তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামে একটি হাসির শো তে অতিথি বিচারক হিসাবে আসেন। এরপর তিনি দাদাগিরি সীজন ২, সীজন ৪ ও সীজন ৭ এ আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন।

মঞ্চ

দেব নানা মঞ্চে অনুষ্ঠানে  অংশগ্রহন করেছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ২০০৯ সালে ই টিভি বাংলায় প্রথমা, ২০০৯, ২০১০, ২০১১ সালে স্টার জলসা এনটারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, ২০১১সালে জী বাংলার গৌরব সম্মান প্রভৃতি অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেছেন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography