মিঠুন চক্রবর্তীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১৪ ডিসেম্বর, ২০১৯

মিঠুন চক্রবর্তী

ভারত তথা বাংলার এক স্বনামধন্য অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। যদিও তাঁর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী, তবে জনসমক্ষে তিনি মিঠুন দা নামেই বেশি পরিচিত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সহ বলিউড ও বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি তে তাঁর অবদান অনস্বীকার্‍্য। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, সমাজ কর্মী, লেখক এবং রাজনীতিবিদ।

ছোটবেলা
মিঠুন চক্রবর্তী ১৬ই জুন ১৯৫০ সালে জন্মগ্রহন করেন বাংলাদেশের বরিশালে। তিনি অরিয়েন্টাল সেমিনারীতে তাঁর স্কুলজীবন শুরু করেন। এরপর তিনি বরিশাল জিলা স্কুলে লেখাপড়া করেন এবং পশ্চিমবঙ্গের কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক হন। স্নাতকোত্তর জীবনে তিনি অভিনয় জগতে প্রবেশের জন্য পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে যোগ দেন ও সেখান থেকে স্নাতক হন। এরপর তিনি নকশাল আন্দোলনে জড়িয়ে পরেন এবং একটি দুর্ঘটনায় তাঁর একমাত্র ভাই মারা যায় এরপর থেকেই তিনি নকশাল আন্দোলন থেকে সরে আসেন। এরপরেই তিনি অভিনয় জগতে আসার দিকে মনোযোগ দেন।

ব্যক্তিগত জীবন

মিঠুন এক ব্রাহ্মন পরিবারে জন্মিয়েছিলেন। তাঁর পিতা ছিলেন, বসন্তকুমার চক্রবর্তী ও মাতা শান্তিরানী চক্রবর্তী। মিঠুনের ব্যক্তিগত জীবনে বেশ কিছু অভিনেত্রীর আগমন ঘটেছিল তাঁরা হলেন সারিকা, হেলেনা লিউক, শ্রীদেবী ও যোগিতা বালী। বলিউডের অভিনেত্রী যোগিতা বালীকে মিঠুন বিবাহ করেন। তাঁর তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা। ২য় পুত্র রিমোহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় "ফির কাভি" সিনেমায় অংশ নেয়। তাঁর অন্য দুই সন্তান নমসী চক্রবর্তী ও দিশানী চক্রবর্তী এখনো পড়াশোনায় ব্যস্ত রয়েছে। বেশ কিছু সূত্র দাবী করে যে, একটা সময় মিঠুনের সাথে দক্ষিন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বেশ গভীর সম্পর্ক ছিল। এমনকি তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তাদের এই প্রণয়ঘটিত সম্পর্ক বেশি দিন টেকেনি। এবং মিঠুন পুনরায় তাঁর স্ত্রী যোগীতা বালীর কাছে আবার ফিরে আসেন।

Mithun Chakbarty

অভিনয় জীবন

মিঠুন চক্রবর্তী মৃনাল সেনের সিনেমা মৃগয়াতে অভিনয় করে বলিউডে পা রাখেন। এই সিনেমায় অসাধারন অভিনয় প্রতিভার জন্য তিনি ন্যশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পান। এরপর তিনি দো আনজানে ও ফুল খিলে হ্যায় গুলশান গুলশান এ কিছু ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তবে ১৯৭৮ সালে মেরা রক্ষক সিনেমায় অভিনয় করে, মিঠুন জনপ্রিয়তার শীর্ষে আরোহন করেন। এরপর একে একে মুঝে ইন্সাফ চাহিয়ে, ঘর এক মন্দির, প্যার ঝুঠা নেহি, স্বর্গ সে সুন্দর এবং প্যায়ার কা মন্দির সিনেমায় অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন। তিনি প্রায় ৪০০ এর বেশি ফিল্মে অভিনয় করেছেন। এরপর ১৯৮২ সালে ডিস্কো ড্যন্সার সিনেমায় অভিনয় করে তিনি পুনরায় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। তিনি শুধু বলিউড নয় বাংলা, ওড়িয়া, তামিল, ভোজপুরি, পাঞ্জাবি, কন্নর প্রভৃতি বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন।বাংলায় তাঁর প্রথম ছবি ত্রয়ী। তিনি একাধিকবার সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেতার জন্য জাতীয় পুরষ্কারে সম্মানিত হয়েছেন।২০০৭ সালে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।তবে শুধু রুপলি পর্দায় নয় দূরদর্শনের পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল। তিনি বেশ কিছু রিয়ালিটি শো এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সেগুলি হল, dance bangla dance, dance india dance,dance india dance lil master,dadagiri unlimiTed,big bos,rannaghore rokar,the drama company।মিঠুন ৭ ই ফেব্রুয়ারী ২০১৪ সালে তৃনমূল কংগ্রেসের হয়ে পার্লামেন্টের সদস্য হন। এরপর ২৬শে ডিসেম্বর ২০১৬ সালে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন।তিনি বেশ কিছু নামী বানিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেগুলি হল, go daddy,chanel10,panasonic,manappuram gold loan প্রভৃতি।

অভিনীত চলচ্চিত্র সমূহ

মৃগয়া ,দো আনজানে, সুরক্ষা ,তারানা, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর, পেয়ার ঝুকতা নেহি, গুলামী, পেয়ার কা মন্দির, জিতে হ্যায় শান সে, কমান্ডো, ত্রিনেত্র, প্যার হুয়া চোরি চোরি, চিতা , নারাজ, লোহা ,সুলতান, চালবাজ, এম এল এ ফাটাকেষ্ট, লাক ,ফির কাভি , বাবর, চিঙ্গারি , দিলদিয়া হ্যায়,

পুরষ্কার সমূহ

National Awards
Won
1976 - Best Actor for Mrigayaa
1992 - Best Actor for Tahader Katha
1995 - Best Supporting Actor for Swami Vivekananda

Filmfare Awards
Won
1991 - Best Supporting Actor for Agneepath
1996 - Best Performance in a Negative Role for Jallaad

Nominated
2008 - Best Supporting Actor for Guru

Screen Awards
Won
1996 - Best Villain for Jallaad

Stardust Awards
Won
2007 - Lifetime Achievement
2007 - Role Model of the Year Award০

BFJA Awards
Won
1977 – Best Actor for Mrigayaa
1995 – Best Actor for Tahader Katha

Anandalok Awards
Won
1999 – Special Editor Award
2007 – Best Actor for Minister Fatakeshto

Other honours
In 2010, Guinea-Bissau issued postal stamp in Mithun Chakraborty's honour.

পুস্তকসমূহ

মিঠুন চক্রবর্তী বাংলা ভাষায় বেশ কিছু বই লিখেছেন। সেগুলি হল, আমার নায়িকারা, অনন্য মিঠুন, মিঠুনের কথা, সিনেমায় নামতে হলে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, লিভ ডিস্কো ড্যান্সার অ্যালোন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography