ভিক্টর ব্যানার্জীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১৩ই জানুয়ারী ২০১৭

ভিক্টর ব্যানার্জী ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিভাশালী অভিনেতা যিনি পরবর্তীকালে বাংলা ছবির গন্ডী ছাড়িয়ে হিন্দি এবং বিদেশী ছবির জগতে নিজের সুস্পষ্ট ছাপ রেখেছেন।

ছোটবেলা

১৫ই অক্টোবর, ১৯৪৬ সালে মালদার চাঁচলে এক জমিদার পরিবারে তার জন্ম। শিলং-এর সেন্ট এডমান্ড স্কুলে পড়াশোনা করে তিনি পরবর্তীকালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরাজী সাহিত্যে গ্রাজুয়েশান সমাপ্ত করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে  পোস্ট গ্রাজুয়েট হন। পরে ডাবলিনের ট্রিনিটি কলেজে স্কলারশিপ পান।



চলচ্চিত্র জীবন

মূলত বাংলা বানিজ্যিক ঘরানার ছবি দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। পাশাপাশি তিনি সত্যজিত রায়ের শতরঞ্জ কি খিলাড়ি, ঘরে বাইরে এবং পিকুতেও অভিনয় করেন।

বাংলা ছবির সাথে সাথে তিনি হিন্দি ছবিতেও অভিনয় চালিয়ে গেছেন সেই প্রথম থেকেই। শ্যাম বেনেগালের কলিযুগ ছবিতে তার অভিনয় আজও সমাদৃত। বাংলা সিনেমায় আগুন, দেবতা, লাঠি ইত্যাদি ছবিতে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন। মূলত অ্যাকশান ধর্মী চরিত্রে তার নির্বাচন বেশী হয়েছিল সেই সময়।

ধীরে ধীরে বাংলা ছবির সীমানা ছাড়িয়ে তিনি ক্রমশ হিন্দি ছবির জগতে নিজের প্রভাব বিস্তার করেন এবং ভুত, জগার্স পার্ক, হোম ডেলিভারি, আপনে, সরকার রাজ, গুন্ডে, ফেভার ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।

বাংলা হিন্দি ছাড়াও তিনি বহু বিদেশী ছবিতে অভিনয় করেছেন। খুব শীঘ্র তিনি একটি আর্জেন্তিনো ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

ভিক্টর ব্যানার্জী অভিনীত সিনেমাগুলি হল

  • Dui Prithibi (1970) (dir. Piyush Bose)
  • Shatranj Ke Khilari (1977) (English Title: The Chess Players) (dir. Satyajit Ray)
  • Hullabaloo Over Georgie and Bonnie's Pictures (1978) (dir. James Ivory)
  • Pikoo (1981) (dir. Satyajit Ray)
  • Kalyug (1981) (dir. Shyam Benegal)
  • Jaipur Junction (1982)
  • Arohan (1982)
  • Doosri Dulhan (1983)
  • Protidan (1983)
  • Ghare Baire (1984) (English Title: The Home and the World) (dir. Satyajit Ray)
  • A Passage to India (1984) (dir. David Lean)
  • Foreign Body (1986) (dir.Ronald Neame)
  • Dadah Is Death (1988)
  • Agun (1988)
  • Debota (1989)
  • Akrosh (1989)
  • Pratikar (1989)
  • Ekanto Apon
  • Lathi (1996) (dir.Prabhat Roy)
  • Mahaprithivi (1992)(dir. Mrinal Sen)
  • Bitter Moon (1992) (dir. Roman Polanski)
  • True Adventures of Christopher Columbus (1992) (TV Series)
  • Moner Moto Mon (1998) aka Raja Rani, (dir. Montazur Rahman Akbar)
  • Antarghaat (2002)
  • Bhoot (2003)
  • Joggers' Park (2003)
  • Bow Barracks Forever (2004)(dir. Anjan Dutt)
  • Yatna (2005)
  • It Was Raining That Night (2005)
  • My Brother…Nikhil (2005)
  • Amavas (2005)
  • Home Delivery (2005)
  • Bradford Riots (2006) (TV)
  • Ho Sakta Hai (2006)
  • The Bong Connection (2006)(dir. Anjan Dutt)
  • Chaurahen (2007)
  • Ta Ra Rum Pum (2007)
  • Apne (2007)
  • Tahaan (2008)(dir. Santosh Shivan)
  • Sarkar Raj (2008) (dir. Ramgopal Verma)
  • Sobar Upore Tumi (2009) (dir. F.I.Manik)
  • Gosainbaganer Bhoot (2011) (dir. Nitish Roy)
  • Meherjaan (2011) (dir. Rubaiyat Hossain)
  • Delhi in a Day (2012) (dir. Prashant Nair)
  • Ekhon Nedekha Nodir Xhipare (2012) (Assamese film; dir. Bidyut Kotoky)
  • Tor Naam (2012)
  • Gunday (2014)
  • Children of War (2014) (dir. Mrityunjay Devvrat)
  • Jeeya Jurir Xubax (2014) (Assamese film; dir. Sanjib Sabhapandit)[4]
  • Unfreedom (2014) (dr. Raj Amit Kumar)
  • Chakra (2016) (dir. Zubeen Garg)
  • Fever (2016)
  • Dev Bhoomi (2016) (dir. Goran Pascaljevic)
  • Dev Love Express

এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography