যশ দাসগুপ্তের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯

যশ দাসগুপ্ত

যশ দাসগুপ্ত হলেন, একজন প্রতিভাবান ভারতীয় অভিনেতা। তিনি বাংলা ও হিন্দি সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি ছোট পর্দার পাশাপাশি রুপোলি পর্দাতেও বেশ কিছু কাজ করেছেন। এই দুই ধরনের অভিনয়ের জায়গাতেই তিনি যথেষ্ট সপ্রতিভ।

ছোটবেলা

১০ই অক্টোবর ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহন করেন, যশ দাসগুপ্ত। দীপক দাসগুপ্ত ও জয়তি দাসগুপ্তের একমাত্র সন্তান যশ দাসগুপ্ত। তাঁর পিতা মাতার বদলির চাকরির কারনে ছোটবেলা থেকেই যশ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় থাকারফলে তাকে দিল্লি, মুম্বাই, মধ্যপ্রদেশ,সিকিম সহ বিভিন্ন জায়গার স্কুলে তিনি পড়াশোনা করেছেন।

ব্যক্তিগত জীবন

যশ ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের প্রতি আগ্রহী ছিলেন। তিনি অভিনয়েয় পাশাপাশি মডেলিংও করেন। তিনি খুবই ভ্রমনপিপাসু ব্যাক্তি। বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন। তবে এসবের পাশাপাশি তিনি খেলাধুলার প্রতিও সমান আগ্রহী। যশ সবসময় নিজেকে ফিট রাখতে পছন্দ করেন তাই তিনি নিয়মিত বডিবিল্ডিং ও যোগাসন করেন। তিনি একজন পশুপ্রেমী ব্যক্তি। খুব সহজেই তিনি বিভিন্ন প্রানীর ভাষা বুঝতে পারেন এবং তাদের সাথে বেশ কিছুটা সময় কাটাতে ভালোবাসেন।

Yash Dasgupta

অভিনয় জীবন

যশ দাসগুপ্ত অভিনয় জিবনের প্রথমদিকে বেশ কিছু হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেন। বন্দিনী নামক একটি সিরিয়ালে তিনি এক রসিকতাপূর্ন পুতসন্তানের চরিত্রে অভিনয় করেন। এরপর বাসেরা নামক একটি সিরিয়ালে রাম কাপুরের সাথে একটি ধূসর চরিত্রে অভিনয় করেন যশ।কালারস টিভির একটি সিরিয়ালনা আনা ইস দেশ লাডো তে করন চরিত্রটিতে অভিনয় করেন।এরপর তিনি রনিত রায়ের সঙ্গে সোনি টিভির বিশেষ অনুষ্ঠান আদালতে অভিনয় করেন। এই সব সিরিয়ালে অভিনয় করলেও তিনি সেভাবে জনমানসে সাড়া ফেলতে পারেননি। তবে কলকাতায় এসে তিনি স্টার জলসায় সম্প্রচারিত বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে অরন্য সিংহ রায় নামক চরিত্রে অভিনয় করে, প্রচুর জনপ্রিয়তা লাভ করেন। এই সিরিয়ালে তাঁর সহনায়িকা ছিলেন মধুমিতা সরকার। এক জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল ইস পেয়ার কো কেয়া নাম দুঁ এর বাংলা রিমেক বোঝেনা সে বোঝেনা। মূলত এই সিরিয়ালে অভিনয় করেই যশ peopl's   choice  best  actor   awards  এ সম্মানিত হন। যশ ই টিভি বাংলার এক ডান্স রিয়ালিটি শো ঋতুর মেলা ঝুম তারা রা রা তেও অংশগ্রহন করেন। ২০১৬ সালে বিরশা দাসগুপ্তর পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে সহ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে জুটি বেঁধে গ্যাংস্টার সিনেমায় অভিনয় করে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন যশ। সেখানেও তিনি যথেষ্ট সাবলীল অভিনয় করেন ও দর্শকমনে সাড়া ফেলতে সক্ষম হন। এরপর একে একে ওয়ান,টোটাল দাদাগিরি,ফিদা ও সেভেন এর মত বেশ কিছু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনীত চলচ্চিত্র সমূহ

গ্যাংস্টার, ওয়ান, টোটাল দাদাগিরি, ফিদা, সেভেন।

পুরস্কার সমূহ

২০১৪ সালে স্টার জলসায় আগামী দিনের স্টার, প্রিয় ভাই, বেস্ট ডেবিউট ও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পান।
২০১৪ সালে টেলিসম্মান এ বেস্ট জুটি অ্যাওয়ার্ড পান।
২০১৫ সালে সেরা অভিনেতা, সেরা জুটি, সেরা স্টাইল আইকন পুরুষ, প্রিয় বর, ইন্টারন্যাশনাল জুটি অফ দ্য ইয়ার, জনপ্রিয় অভিনেতার অ্যাওয়ার্ড পান।
২০১৭ সালে সেরা ডেবিউ অভিনেতার সম্মান পান।
২০১৮ সালে সেরা জুটি অ্যাওয়ার্ড এর সম্মান পান।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography