মহুয়া রায় চৌধুরীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১১ই জানুয়ারী ২০১৭

মহুয়া রায় চৌধুরী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম সফল অভিনেত্রী। পরিচালক তরুন মজুমদারের বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। সুন্দরী এই অভিনেত্রী তার সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রচুর সাফল্য লাভ করেন। দাদার কীর্তি, সাহেব, শ্রীমান পৃথ্বিরাজ ইত্যাদি জনপ্রিয় ছবিতে তার অভিনয় আজও সকল দর্শককে মুগ্ধ করে।

ছোটবেলা

বাঙালী মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহুয়া রায় চৌধুরী। তার আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী। ২৪শে সেপ্টেম্বর ১৯৫৮ সালে দমদমের এক সাধারণ পরিবারে তার জন্ম। তার পিতা নীলাঞ্জন রায় চৌধুরী একজ নৃত্যশিল্পী ছিলেন।

চলচ্চিত্র জগতে প্রবেশ

আর্থিক কারণে তিনি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন এবং বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করা শুরু করেন।১৯৭২ সালে পরিচালক তরুণ মজুমদারের শ্রীমাণ পৃথ্বিরাজ ছবিতে তার আত্মপ্রকাশ। এর আগেও তিনি বাংলার মহানায়ক উত্তম কুমারের কিছু ছবিতে অভিনয় করে সকলের নজরে আসেন যেমন সেই চোখ, বাঘবন্দী খেলা ইত্যাদি।

তার সময়ের জনপ্রিয় নায়ক যেমন দীপঙ্কর দে, সন্তু মুখার্জী, তাপস পাল, চিরঞ্জিত ইত্যাদি অভিনেতার সাথে তিনি জুটি বেঁধে বহু সফল ছবি উপহার দিয়েছেন। তাপস পালের সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয় হয়। তিনি প্রসেঞ্জিত চট্টোপাধায়ের সাথেও কিছু ছবিতে কাজ করেন।

তার অভিনয়ের প্রধান অলঙ্কার ছিল তার চেহারার মধ্যে ফুটে উঠত এক নম্রতা। তাকে দর্শক তার পাশের বাড়ির মেয়েটির সাথে রিলেট করতে পারত। অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী, সন্ধ্যা রায় মহুয়া রায় চৌধুরীকে অভিনয় শিক্ষার দিকে যথেষ্ট সাহায্য করেছিলেন।

পারিবারিক জীবন

২রা মে ১৯৭৬ সালে তিনি তিলক চৌধুরীকে বিবাহ করেন। তার একটি পুত্র সন্তান হয় যার নাম তমাল রায় চৌধুরী। এই তমাল পরবর্তীকালে বাংলা ছবিতে টোটা রায় চৌধুরী নামে অভিনয় শুরু করেন। বর্তমানে তিনি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন।

মৃত্যু

মহুয়া রায় চৌধুরীর মৃত্যু খুবই আকস্মিক এবং রহস্যজনক। নিজের বাড়িতে অগ্নিদহ হয়ে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর কারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ থাকলেও অনেকে মনে করেন তার মৃত্যু রহস্যজঙ্ক এবং সেটি আজ অবধি অধরাই থেকে যায়। মৃত্যুর সময় তিনি প্রায় ১৫টি ছবিতে অভিনয় করছিলেন এবং তার মৃত্যুর পরেও তার বহু ছবি প্রকাশিত হয় যেমন অনুরাগের ছোঁওয়া, অভিমান, আশির্বাদ ইত্যাদি।



মহুয়া রায় চৌধুরী অভিনীত চলচ্চিত্র গুলি হল

  • Ashirwad (1987)
  • Abir (1987)
  • Raj Purush (1987)
  • Lalan Fakir (1987)
  • Shapmukti (1986)
  • Abhimaan (1986)
  • Anurager Chowa (1986)
  • Sandhya Pradip (1985)
  • Till Theke Tal (1985)
  • Aloy Phera (1985)
  • Amar Prithibi (1985)
  • Shatru (1984)
  • Aadmi Aur Aurat (TV movie) (1984)
  • Jog Biyog (1984)
  • Paroma (1984)
  • Parabat Priya (1984)
  • Jabanbondi (1983)
  • Rajeshwari (1983)
  • Amrita Kumbher Sandhaney (1982)
  • Sonar Bangla (1982)
  • Imon Kalyan (1982)
  • Saheb (1981)
  • Pratishodh (1981)
  • Subarnagolak (1981)
  • Kapal Kundala (1981)
  • Pahari Phul (1981)
  • Surya Sakshi (1981)
  • Upalabdhi (1981)
  • Dadar Kirti (1980)
  • Paka Dekha (1980)
  • Ghatkali (1979)
  • Dampati (1976)
  • Seyi Chokh (1976)
  • Je Jekhane Danriye (1974)
  • Sriman Prithviraj (1972)

 


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography