জয়া এহসানের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৭ ফেব্রুয়ারী ২০২০

জয়া এহসান

জয়া এহসান হলেন বিশিষ্ট বাংলাদেশী অভিনেত্রী। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রির ব্যাস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম। কেরিয়ারের প্রথমদিকে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন এবং পরে টেলিভিশনেও তিনি অভিনয় করেছিলেন। নিজের পারফরম্যন্স দিয়ে জিতেছেন দর্শকমন,যে কারনে আজ তিনি খ্যাতির শীর্ষে রয়েছেন।

ছোটবেলা

জয়া ১৯৭২ সালের ১লা জুলাই বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহন করেন।তাঁর পিতা এ এস মাসুদ এবং মাতা রেহানা মাসুদ। তাঁর ছোট এক ভাই ও এক বোন রয়েছে। লেখাপড়ার পাশাপাশি জয়া রবীন্দ্র সঙ্গীত ও ধ্রুপদি সংগীত এর প্রশিক্ষনও নিয়েছেন। অর্থাৎ একথা বলাই বাহুল্য যে তিনি একজন ভালো অভিনেত্রি হওয়ার পাশাপাশি একজন সুগায়িকাও বটে।

ব্যক্তিগত জীবন

১৯৯৮ সালের ১৪ই মে জয়া, একজন টেলিভিশন অভিনেতা এবং মডেল ফয়জলকে বিবাহ করেন। তাদের দুজনকে একইসাথে টিভি বিঞ্জাপনে কাজ করতে দেখা গেছে। তারা দুজনে একত্রে একটি ম্যানেজমেন্ট কোম্পানিও পরিচালনা করেছেন।

Jaya Ahsan

অভিনয় জীবন

জয়া অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন। তবে ১৯৯৭ সালে কোকা-কোলার বিঞ্জাপনের মাধ্যমে তাঁকে প্রথম টিভিতে দেখা গিয়েছিল। এরপর তিনি টিভি ধারাবাহিক পঞ্চমীতে অভিনয় করে ডেবিউ করেছিলেন। এরপর তিনি পরপর বেশ কিছু সিরিয়ালে অভিনয় করে পরিচিত হয়ে ওঠেন। টেলিধারাবাহিকের মধ্যে লাবন্য প্রভায় মনিকা এবং শঙ্খবাঁশ এর পুষ্প চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। ২০০৯ সালে মেজবউর রহমান সুমনের তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে নামক সিরিয়ালে অভিনয় করে জয়া খ্যাতির শীর্ষে আরোহন করেন। ২০০৪ সালে জয়া ব্যচেলর সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। নাসিরুদ্দিন মাসরুফির সিনেমা গেরিলাতে জয়া প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সু্যোগ পান। সিনেমাটি বাংলাদেশের মুক্তি্যুদ্ধের পটভূমিকায় নির্মিত হয়েছিল। সেখানে জয়া একজন মুক্তি্যোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরষ্কারে সম্মানিত হয়েছিলেন। এরপর তিনি রিদোয়ান রনির সিনেমা চোরাবালিতে এক সাংবাদিক চরিত্রে অভিনয় করে পুনরায় জাতীয় পুরষ্কারে সম্মানিত হন। বাংলাদেশে অভিনীত একাধিক সিনেমায় জয়া নিজের দুর্দান্ত অভিনয় প্রতিভার পরিচয় দেন। এরপর তিনি ভারতে আসেন এবং ২০১৩ সালে অরিন্দম শীলের আবর্ত তে অভিনয় করেন। জয়া অভিনয় প্রতিভার জন্য ৬৬তম কান ফিল্ম ফেস্টিভালের নিমন্ত্রন পান। এরপর তিনি একে একে অনিমেষ আইচ এর জিরো ডিগ্রি, সৃজিত মুখার্জীর রাজকাহিনী, এক যে ছিল রাজা, ইন্দ্রনীল রায়চৌধুরির একটি বাঙ্গালী ভুতের গল্প প্রভৃতি সিনেমায় দাপটের সাথে অভিনয় করেছেন। তিনি ঋতুপর্না সেনগুপ্ত, সোহিনী সরকার,পার্নো মিত্র, আবীর চ্যাটার্জি, রজতাভ দত্ত, কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিত চ্যাটার্জি প্রমুখ সহ অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন।


অভিনীত চলচ্চিত্রসমূহ

জয়া অভিনীত সিনেমাগুলি হল, ব্যাচেলর, ডুবসাঁতার, ফিরে এসো বেহুলা, গেরিলা, চোরাবালি, আবর্ত, পূর্ন দৈর্ঘ প্রেম কাহিনি, জিরো ডিগ্রি, একটি বাঙ্গালী ভূতের গল্প, রাজকাহিনি, ইগলের চোখ, ভালবাসার শহর, বিসর্জন, খাঁচা, আমি জয় চ্যাটার্জি, পুত্র, দেবী, এক যে ছিল রাজা, ক্রিসক্রস, বিজয়া, বৃষ্টি তোমাকে দিলাম, কন্ঠ।

দুরদর্শন

আমাদের ছোট নদী, চৈটা পাগল, কফি হাউস, দরজার ওপাশে, লাবন্য প্রভা, মনেমনে, মানুশ বদল, নীর, পলায়ন পর্ব, সিক্সটি নাইন, শঙ্খবাঁশ, শম্পর্কের গল্প, সংশয়, তেভাগা।

টেলিফিল্ম

আমেরিকানা, অনন্ত অধরা, ভালবাসি তাই, বুমেরাং, চোর ও নভেলিস্ট, ডালিয়া,এবং বনলতা সেন, ঘুম ঘর, হ্যালোউইন প্রভৃতি।

সঙ্গীত জীবন

জয়া এহসান  তাঁর বেশ কিছু সিনেমায় নিজে প্লে-ব্যাক সঙ্গীত পরিবেশন করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে ডুবসাঁতার এর জন্য 'তোমার খোলা হাওয়া' এবং মেসিডোনিয়ার জন্য 'জঙ্গলের ডাক' গানটি গেয়েছেন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography