রিতা কয়রালের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১২ ই ফেব্রুয়ারী ২০২০

রিতা কয়রাল

রিতা কয়রাল হলেন দূরদর্শন তথা বাংলা সিনেমাজগতের এক প্রতিভাময়ী অভিনেত্রী। তার অভিনয়ের জাদুতে যেন প্রতিটি কাল্পনিক চরিত্র জীবন্ত হয়ে ফুটে ওঠে টিভির পর্দায়। মূলত খলনায়িকার চরিত্রেই তাঁকে বেশি দেখা যায়। তবে কিছু কিছু সিরিয়ালে তিনি  ইতিবাচক চরিত্রেও অভিনয় করেছেন। তিনি প্রভাত রায়, অগ্নিদেব চ্যাটার্জি ও অপর্না সেনের মত ব্যক্তিত্বদের সাথেও কাজ করেছেন।

ছোটবেলা

রিতা কয়রাল ১৯৫৯ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পরিবার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে শোনা যায় তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

Rita Koiral

অভিনয় জীবন

অগ্নিদেব চ্যাটার্জীর প্রায় প্রত্যেকটি সিরিয়ালেই রিতা বেশ দাপটের সাথে অভিনয় করেছেন। রিতা অভিনয়ের পাশাপাশি একজন অত্যন্ত গুনী ডাবিং শিল্পী। বেশীরভাগ সিরিয়ালেই তিনি অভিনেত্রী মনামী ঘোষের সহ অভিনেত্রী ছিলেন। সেগুলির বেশিরভাগেই তিনি মা অথবা শাশুড়িমায়ের চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁর অভিনয়ের মাধ্যমে আপামোর বাঙ্গালী দর্শককে অনাবিল আনন্দ দিয়েছেন। তিনি সিনেমায় অভিনয়ের আগে থিয়েটার করতেন। এমনকি দূরদর্শনের বেশিরভাগ অনুষ্ঠানে তিনিই ঘোষকের ভূমিকায় থাকতেন।নাচের প্রতি তাঁর বরাবরই আগ্রহ ছিল সেজন্য তাঁর একটি নিজস্ব নাচের স্কুলও ছিল। তিনি সেখানেই তাঁর অবসর সময় যাপন করতেন। ১৯৯৬ সালে আত্মজা সিনেমায় তিনি অভিনয় করে দর্শকদের প্রসংশা কুড়িয়েছিলেন। প্রথমদিকে রিতা টীভির বিভিন্ন মেগা সিরিয়ালে অভিনয় করতেন। কিন্তু তাঁর অভিনয় দক্ষতার জোরে তিনি সিনেমায় কাজের সু্যোগ পান এবং একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকেন দর্শকদের। ১৯৯৯ সালে  তাঁর অভিনীত অসুখ সিনেমাটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর রীতা পারমিতার একদিন, বর আসবে এখুনি, চিরদিনই তুমি যে আমার প্রভৃতি সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন।

অভিনীত সিনেমা

রিতা কয়রাল অভিনীত সিনেমাগুলি হল, আত্মজা, অসুখ, খেলাঘর, পারমিতার একদিন, বর আসবে এখুনি, চিরদিনই তুমি  যে আমার, মন বলে প্রিয়া প্রিয়া, দত্ত ভার্সেস দত্ত, উইন্ডো কানেকশান, বড় বউ, গুন্ডা, জীবন নিয়ে খেলা, পূজা প্রভৃতি।

দূরদর্শন

রাখি বন্ধন, সাত পাকে বাঁধা,  এক আকাশের নীচে, কোন্ সে আলোর স্বপ্ন নিয়ে, বিন্নি ধানের খই, সোনার হরিণ, স্বাদে আহ্লাদে, স্ত্রী, মৌচাক প্রভৃতি।

মৃত্যু

রিতা কয়রাল ২০১৭ সালের ১৯শে নভেম্বর মাত্র ৫৮ বছর বয়সে পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography