ছবি বিশ্বাসের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০১৯

ছবি বিশ্বাস

বাংলা চলচ্চিত্রের জগতে একটি উজ্জ্বল নাম ছবি বিশ্বাস। তিনি বিভিন্ন সিনেমায় নানারকম ভুমিকায় অভিনয় করেছেন। তিনি বিশেষত পঞ্চাশের দশকে শহর কলকাতায় বিলিতি কেতায় অভ্যস্ত অভিজাত গোষ্ঠীর একটি নিখুঁত ছবি আমাদের সামনে তুলে ধরেছেন।

ছোটোবেলা

ছবি বিশ্বাসের আসল নাম শচীন্দ্রনাথ বিশ্বাস। তিনি ১৩ জুলাই ১৯০০ সালে জ্জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ভূপতিনাথ বিশ্বাস। ছবি বিশ্বাসের পরিবার ছিল কলকাতা নিবাসি। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। একই সাথে অ্যামেচার থিয়েটারে অভিনয় করেছেন। শিশির ভাদুড়ি ও নরেশ মিত্রের মত বড় মাপের অভিনেতাদের সাথেও অভিনয় করেছেন।

Chobi Biswash

চলচ্চিত্র জীবন

ছবি বিশ্বাস পেশাদার অভিনেতা হিসেবে চিত্রজগতে এসেছেন বেশ খানিকটা বেশী বয়সে। তাঁর প্রথম ছবি অন্নপূর্ণার মন্দির (১৯৩৬)।পরবর্তীকালে তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় জালসাঘর, দেবী, কাঞ্চঞ্জঙ্ঘা ইত্যাদি ছবিতে অভিনয় করেন। তপন সিংহের  পরিচালনায় কাবুলিওয়ালা ছবিতে অভিনয় করেন। এছাড়াও অজস্র ছবিতে তিনি অসাধারণ দক্ষতার সাথে অভিনয় করেছেন।
তিনি ছিলেন সম্ভ্রান্ত জমিদার বংশের ছেলে তাই জমিদারি চলে গেলেও তাঁর মেজাজ তাঁকে যে কখন ছেড়ে যায়নি সেটা তাঁ অভিনয়ের মধ্যেই ফুটে উঠেছে।ছবি বিশ্বাস মূলত সাহেবি এবং রাশভারি ব্যক্তিত্বপূর্ন চরিত্রে অভিনয়ের জন্যই প্রখ্যাতি লাভ করেছিলেন।যে কোনো চরিত্রে অভিনয়ের সময়েই তাঁর সহজাত প্রতিভার প্রকাশ ঘটত।ছবি বিশ্বাস নাম শুনলেই এক বিশেষ ব্যক্তিত্বপূর্ন, গুরুগম্ভীর স্বরের একটি বিশিষ্ট ব্যক্তির ছবি ভেসে ওঠে আমাদের মানসপটে।
তাঁর এই অসাধারণ অভিনয়ের জন্য ১৯৫৯ সঙ্গীত নাটক অ্যাকাদেমি তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানায়।

মৃত্যু

১১ই জুন ১৯৬২ সালে এক মোটড়গাড়ী দূর্ঘটনায় ছবি বিশ্বাস মারা যান।

চলচিত্র তালিকা

  • অন্নপূর্ণার মন্দির(১৯৩৬) - বিশু
  • চোখের বালি(১৯৩৮) - বিহারী
  • চাণক্য (১৯৩৯) - সিকান্দর
  • নিমাই সন্ন্যাসী(১৯৪০) - নিমাই
  • নর্তকী (১৯৪০) - স্বামীজী
  • প্রতিশ্রুতি (১৯৪১) - বিলাস
  • কর্ণার্জুন (১৯৪১) - কর্ণ
  • এপার ওপার(১৯৪১) - রমেন
  • সৌগন্ধ(১৯৪২)
  • পাষাণ দেবতা(১৯৪২)
  • মিলন (১৯৪২) - পরেশ
  • গরমিল (১৯৪২) - মুখার্জী
  • জীবন সঙ্গিনী(১৯৪২) - মি: চৌধুরী
  • সমাধান (১৯৪৩)
  • দ্বন্দ (১৯৪৩)
  • দিকশূল (১৯৪৩)
  • দেবর (১৯৪৩) - রবীন
  • প্রতিকার (১৯৪৪)
  • ছদ্মবেশী (১৯৪৪)
  • মাটির ঘর (১৯৪৪) অলোক
  • রাজলক্ষ্মী (১৯৪৫)
  • পথ বেঁধে দিল(১৯৪৫)
  • বন্দিতা (১৯৪৫)
  • দুই পুরুষ (১৯৪৫) - নুটুবিহারী
  • তুমি আর আমি(১৯৪৬)
  • প্রেম কি দুনিয়া(১৯৪৬)
  • মন্দির (১৯৪৬)
  • বিরাজ বৌ(১৯৪৬) - নীলম্বর
  • অভিযোগ (১৯৪৭)
  • চন্দ্রশেখর (১৯৪৭) - চন্দ্রশেখর
  • শেষ নিবেদন (১৯৪৮)
  • সাধারণ মেয়ে (১৯৪৮)
  • দৃষ্টিদান (১৯৪৮)
  • অনির্বান (১৯৪৮)
  • মঞ্জুর (১৯৪৯)
  • বিদ্যাসাগর (১৯৫০)
  • মানদণ্ড (১৯৫০)
  • দুর্গেশ নন্দিনী (১৯৫১) - কাটলু খান
  • কার পাপে (১৯৫২) - ড: বোস
  • শুভদা (১৯৫২) - হারান চন্দ্র
  • লাখ টাকা (১৯৫৩)
  • যোগ বিয়োগ (১৯৫৩)
  • শেষের কবিতা(১৯৫৩)
  • ষোড়শী (১৯৫৪) - জীবানন্দ চৌধুরী
  • সদানন্দের মেলা(১৯৫৪) - মামুভাই
  • ওরা থাকে ওধারে(১৯৫৪)
  • যদুভট্ট(১৯৫৪)
  • ছেলে কার (১৯৫৪)
  • বিধিলিপি (১৯৫৪) - জগদীশ বাবু
  • উপহার (১৯৫৫) - সুনীলের বাবা
  • শ্রীবৎস চিন্তা (১৯৫৫)
  • সবার উপরে(১৯৫৫)
  • রানী রাসমনি (১৯৫৫) - রাজেন্দ্র দাস
  • দস্যু মোহন (১৯৫৫) - মি: সোম
  • ত্রিযামা (১৯৫৬) - কুশলের বাবা
  • শঙ্কর নারায়ন ব্যাঙ্ক(১৯৫৬)
  • সাহেব বিবি গোলাম(১৯৫৬) - মেজোবাবু
  • পুত্রবধূ (১৯৫৬)
  • পরাধীন (১৯৫৬)
  • কাবুলিওয়ালা (১৯৫৬) - রেহমত
  • দানের মর্যাদা (১৯৫৬) - অমরনাথ
  • ভোলা মাস্টার (১৯৫৬) - ভোলা মাস্টার
  • অসবর্ণ (১৯৫৬)
  • রাত ভোরে (১৯৫৬)
  • সুরের পরশে (১৯৫৭)
  • পৃথিবী আমারে চায়(১৯৫৭)
  • পথে হল দেরি (১৯৫৭) - মল্লিকার বাবা
  • হরিশ্চন্দ্র (১৯৫৭)
  • পরশ পাথর (১৯৫৮)
  • জলসাঘর (১৯৫৮)
  • তানসেন (১৯৫৮) - আকবর
  • অগ্নিসম্ভবা (১৯৫৯)
  • গলি থেকে রাজপথ(১৯৫৯)
  • শুন বরনারী (১৯৬০)
  • স্মৃতিটুকু থাক (১৯৬০) - শোভার বাবা
  • মায়া মৃগ (১৯৬০)
  • ক্ষুধিত পাষাণ (১৯৬০)
  • হসপিটাল (১৯৬০)
  • দেবী (১৯৬০) - কালীকিঙ্কর রায়
  • মানিক (১৯৬১)
  • সপ্তপদী (১৯৬১) - কৃষ্ণেন্দুর বাবা
  • মা (১৯৬১)
  • শুভ দৃষ্টি (১৯৬২)
  • কাঞ্চনজঙ্ঘা (১৯৬২) - ইন্দ্রনাথ চৌধুরী
  • ধূপছায়া (১৯৬২)
  • দাদা ঠাকুর (১৯৬২) - দাদা ঠাকুর
  • অতল জলের আহ্বান(১৯৬২) - মি: চৌধুরী

এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography