কোয়েল মল্লিকের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৭শে জানুয়ারী ২০১৭

কোয়েল মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূল ধারার একজন প্রথম শ্রেণীর অন্যতম নায়িকা অভিনেত্রী। অভিনেতা রঞ্জিত মল্লিকের এই কন্যা তার প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন। বহু জনপ্রিয় বাংলা ছবিতে তার অভিনয়ের পারদর্শীতা তাকে ভারত বিখ্যাত করেছেন। বানিজ্যিক সফল ছবির সাথে সাথে তিনি সন্দীপ রায় ও সৃজিত মুখার্জীর মত ন্য ধারার পরিচালকের সাথেও বেশ কিছু সফল কাজ করেছেন।

ছোটবেলা

ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে ২৮শে এপ্রিল ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন কোয়েল মল্লিক। তার পিতা রঞ্জিত মল্লিক একজন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা এবং মাতা দীপা মল্লিক একজন গৃহবধু। কোয়েল মল্লিকের ডাক নাম রুমকি মল্লিক। কোয়েল তার ছোটবেলার পড়াশোনা মডার্ন হাইস্কুল ফর গার্লস থেকে সমাপ্ত করেন। এরপর তিনি বিজ্ঞানে স্নাতকতা অর্জন করেন গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে।

চলচ্চিত্র কেরিয়ার

পিতা রঞ্জিত মল্লিক হওয়ার সুবিধার্থে সিনেমা জগতে প্রবেশ পেতে তাকে কোনো বাধার সন্মুখীন হতে হয় নি। ২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর নাটের গুরুতে কোয়েল মল্লিকের আত্মপ্রকাশ ঘটে। ঐ ছবিতে রঞ্জিত মল্লিক নিজেও কোয়েলের পিতার ভূমিকায় অভিনয় করেন। প্রথম ছবিতে তিনি সেই সময়ের নতুন এবং জনপ্রিয় নায়ক জিৎ-এর বিপরীতে অভিনয় করেছিলেন। তাদের জুটি দর্শকমহলে খুবই সাড়া ফেলে এবং তারা বহু জনপ্রিয় ছবিতে জুটি হিসেবে অভিনয় করেন যার মধ্যে বন্ধন, শূভদৃষ্টি, সাত পাঁকে বাধা ইত্যাদি জনপ্রিয়।

প্রথম ছবিতে সমালোচকেরা তার প্রশংসা করেন এবং সেই সুবাদে তিনি পরপর বহু ছবিতে অভিনয়ের অফার পান। পিতা রঞ্জিত মল্লিকের সুবাদে সিনেমায় প্রবেশ সহজ হলেও, শুধুমাত্র নিজের প্রতিভা এবং পরিশ্রম দিয়ে এত বছর ধরে তিনি নিজের সাফল্যকে ধরে রেখেছেন।

টেলিভিশান

স্টার জলসার কথা ও কাহিনী টক শোয়ের মাধ্যমে তিনি টেলিভিশানে পদার্পণ করেন। এছাড়াও তাকে ঝলক দিখলা জা নাচের রিয়েলিটি শোয়ে সেলিব্রিটি জাজের ভূমিকায় দেখা যায়। কোয়েল মল্লিক ২০১১ সালের মহালয়ার সকালে স্টার জলসা আয়োজিত মা দূর্গায় দূর্গার ভূমিকায় অভিনয় করেন। মা দূর্গা চরিত্রে তিনি খুব বেশী জনপ্রিয়তা পান নি।

পারিবারিক জীবন

২০১৩ সালের ১লা ফেব্রুয়ারী কোয়েল মল্লিক নিশপাল সিং রানেকে বিবাহ করেন। বিবাহের আগে সাত বছর ধরে তাদের সম্পর্ক ছিল। নিশপাল সিং রানে একজন সফল প্রযোজক। বহু বাংলা ছবি তিনি প্রযোজক করেছেন। নিশপাল রানে একজন পাঞ্জাবী।



কোয়েল মল্লিক অভিনীত সিনেমা গুলি হল

  • Besh Korechi Prem Korechi (2015)
  • Herogiri (2015)
  • Highway (2015)
  • Chaar (2014)
  • Arundhati (2014)
  • Rangbaaz (2013)
  • Doshomi (2012)
  • Paglu 2 (2012)
  • Hemlock Society (2012)
  • Jaaneman (2012)
  • 100% Love (2012)
  • Paglu (2011)
  • Mon Je Kore Uru Uru (2010)
  • Dui Prithibi (2010)
  • Prem By Chance (2010)
  • Bolo Na Tumi Amar (2010)
  • Hitlist (2009)
  • Neel Akasher Chadni (2009)
  • Jackpot (2009)
  • Saat Paake Bandha (2009)
  • Bor Asbe Ekhuni (2008)
  • Love (2008)
  • Chirosathi (2008)
  • Mon Mane Na (2008)
  • Premer Kahini (2008)
  • Chander Bari (2007)
  • Mahanayak (2007)
  • Minister Fatakeshto (2007)
  • Nabab Nandini (2007)
  • MLA Fatakeshto (2006)
  • Shikar (2006)
  • Ghatok (2006)
  • Eri Naam Prem (2006)
  • Hero (2006)
  • Chore Chore Mastuto Bhai (2005)
  • Shubhodrishti (2005)
  • Premi No. 1 (2005)
  • Yuddho (2005)
  • Manik (2005)
  • Debipaksha (2004)
  • Shudhu Tumi (2004)
  • Bandhan (2004)
  • Badsha The King (2004)
  • Nater Guru (2003)

 


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography