রূপা গাঙ্গুলির জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯

রূপা গাঙ্গুলী

রুপা গাঙ্গুলি হলেন একজন ভারতীয় অভিনেত্রী নেপথ্য গায়িকা ও সাংসদ। তিনি বাংলা সহ বিভিন্ন প্রাদেশিক ভাষায় একাধিক সিনেমা করেছেন। অভিনেত্রী হিসাবে তিনি সব সময়েই একটু চেনা ছকের বাইরে অভিনয় করেছেন।

ছোটবেলা ও পরিবার জীবন

রূপা গাঙ্গুলি ২৫শে নভেম্বর ১৯৬৬ সালে পশ্চিমবঙ্গের কলকাতা্র কাছাকাছি কল্যানিতে জন্মগ্রহন করেন। তিনি বেলতলা মহিলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর কলকাতার জজমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন। রূপা ১৯৯২ সালে ধু্‌র্‌ব মুখার্জী কে বিবাহ করেন।কিন্তু ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।ওই দম্পতির একমাত্র সন্তান আকাশ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করে। এরপর তিনি মুম্বাই তে পাড়ি দেন এবং সেখানে তাঁর সহশিল্পী দিব্যেন্দুর সাথে লিভ টুগেদার করতে থাকেন। কিন্তু বর্তমানে তিনি দিব্যেন্দুর থেকেও আলাদা হয়ে আছেন।

Rupa Ganguly

অভিনয় জীবন

রূপা গাঙ্গুলি স্নাতকোত্তর হওয়ার পর ১৯৮৫ সালে অনিল কাপুর অভিনীত ‘সাহেব’ সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৬ সালে মালয়ালম সিনেমা ‘ইথিলে ইনিয়াম বরু’ তে অসাধারন অভিনয় করেন। এরপর তিনি “বি আর চোপড়ার” পৌরাণিক টেলিভিশন ধারাবাহিক মহাভারতে অভিনয় করেন যা তাঁর অভিনয় জীবনে আজও একটি মাইলস্টোন হয়ে আছে। এরপর মৃণাল সেনের ‘একদিন আচানাক’ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এরপরেও তিনি পর পর বেশ কয়েকটি হিন্দি সিনেমায় বেশ ব্দাপটের সঙ্গে অভিনয় করেছেন এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। এরপর তিনি কলকাতায় আসেন এবং ১৯৯০সালে প্রচুর বাংলা ছবিতে অভিনয় করেন। মৃণাল সেন , গৌতম ঘোষ ,ও ঋতুপর্ন ঘোষের মত বিখ্যাত পরিচালকদের সিনেমাতে অভিনয় করেছেন। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় রূপা গাঙ্গুলি এক প্রত্যয়ী নারীর চরিত্রকে অসাধারনভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও অপর্না সেনের ‘যুগান্ত’ সিনেমায় এক নিবিষ্ট নৃত্যশিল্পী অনসূয়ার চরিত্রে তিনি অভিনয় করেছেন। এরপর ঋতুপর্ন ঘোষের অন্তরমহল ও শেখর দাসের ক্রান্তিকাল প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ২০১১সালে অদিতি রায় পরিচালিত ’অবশেষে’ সিনেমায় “দূরে কোথাও ও আজি বিজন বনে” এই দুটি রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি শ্রেষ্ঠ নেপথ্য গায়িকার জাতীয় পুরষ্কার জিতে নেন।

অভিনীত চলচ্চিত্র সমুহ

রূপা গাঙ্গুলি অভিনীত চলচ্চিত্রগুলি হল সাহেব, পুলিশ মধু ডাড্ডা, কন্নাড, একদিন আচানাক, কমলা কি মউত, প্যার কা দেবতা, বাহার আনে তাক, মীনা বাজার, ইন্সপেক্টর ধানুশ, সওগাদ,বিরোধী ,নিশ্চয়, জননী একা মা, পদ্মা নদীর মাঝি,গোপালা যুগান্ত, বারিওয়ালি, বৃন্দাবন ফিল্ম স্টুডিও, আবার অরন্যে, মহুলবনির শৃঙ্গ, ক্রান্তিকাল্ম, শুন্য এ বুকে, নাগরদোলা , একমুঠো ছবি, লাক, অন্তরমহল, জানি দেখা হবে , অবশেষে, বরফি, পুনশ্চ, আরশিনগর  প্রভৃতি।   

দূরদর্শন

  • গণদেবতা (১৯৯৮)
  • মহাভারত (১৯৯৮)
  • সুকন্যা (১৯৯৮)
  • কারাম আপনা আপনা (২০০৭)
  • লাভ স্টোরী (সাব টিভি) (২০০৭)
  • ওয়াক্ত বানায়েঙ্গে কন আপনা কন পরায়া (২০০৮)
  • কস্তুরি টিভি সিরিজ (২০০৯)
  • সাচ কা সামনা (২০০৯)
  • আগলে জানাম মে বিটিয়া হি কি জে (২০০৯)
  • কিস দেশ মে হে মেরা দিল (২০১১)
  • চন্দ্রকথা"

এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography